Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনার তথ্য বাতায়নে স্বাগতম


এক নজরে সমবায় সমিতির তথ্য

এক নজরে খুলনা সমবায় বিভাগের কার্যক্রমের তথ্যাদি

(এপিল, ২০২৩ মাস পর্যন্ত)

জেলার সংখ্যা=১০ টি

উপজেলার সংখ্যা=৬০টি

 

ভিশন ও মিশন

  • রূপকল্প (Vision):  টেকসই সমবায়, টেকসই উন্নয়ন।
  • অভিলক্ষ্য (Mission):  সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।
  • কৌশল (Strategy):

            ক) কৌশলগত উদ্দেশ্যসমূহ:

           ১. উৎপাদন, আর্থিক ও সেবাখাতে সমবায় গঠন;

          ২. টেকসই সমবায় গঠনে কার্যক্রম গ্রহণ;

           ৩. সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজন।

             খ) আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য:

            ১. দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ

             ২. কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন জোরদারকরণ;

          ৩. কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি;

          ৪. আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন;

 

বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা এর বিগত ০৩ বৎসরের অর্জিত সাফল্য :

  • তিন অর্থবছরে মোট ৩৭৯৮ টি নতুন সমবায় গঠন করা হয়েছে এবং ১০১৩৬১ জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে
  • বিগত ২০১৯-২০২০ অর্থ বছরে ৬০২৮ টি, ২০২০-২০২১ অর্থ বছরে ৬৪৩৪ টি ও ২০২১-২০২২ অর্থ বছরে ৬8৩৭ টি সমবায়ের নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
  • বিগত তিন বছরে সর্বমোট ১১২৫৬ জন সমবায়ী (পুরুষ) ও ৫০১৯ জন সমবায়ী (মহিলা) কে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিগত তিন বছরে সর্বমোট ১৩৮৮৫ জন সমবায়ী (পুরুষ) ও ৬৫৬৬ জন সমবায়ী (মহিলা) কে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের মাধ্যমে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • ২০২১-২০২২ ‘সমবায় অধিদপ্তরকে শক্তিশালীকরণ প্রকল্প’, ‘ফ্যামিলী ওয়েলফেয়ার প্রকল্প’ এর আওতায় সৃষ্ঠ আবর্তক তহবিল হতে ১৫০ জন সমবায়ী উদ্যোক্তাকে ঋণ প্রদান করা হয়েছে।
  • এ বিভাগে বাস্তবায়িত ও চলমান এ সকল প্রকল্পগুলোর মাধ্যমে বিগত ০৩ বছরে ৩৬২৯ জন গ্রামীণ মহিলা ও বেকার যুবককে স্বাবলম্বী করা হয়েছে।

 

২০২২-২০২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ

·শতভাগ সমিতির নিবন্ধন আবেদন নিষ্পত্তিসহ ৪৫ টি মডেল সমবায় গঠন করা হবে;

  • ৬৫২৫ জনকে চাহিদাভিত্তিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হবে;
  • ৭০% সমবায় এর নির্বাচন অনুষ্ঠান, নিরীক্ষিত কার্যকর সমবায় এর মধ্যে ৯০% এর এজিএম আয়োজন এবং ৫০% সমবায় এর হিসাব বিবরণী প্রাপ্তি নিশ্চিত করা হবে।
  • ২১৬০ টি সমবায় এর পরিদর্শন এবং শতভাগ কার্যকর সমবায় এর নিরীক্ষা সম্পাদন করা হবে।      

 

 

 বিদ্যমান সমস্যাসমূহঃ

  • কোন সমবায় সমিতির বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা আমাদের দেয়া হয়নি। যেমন-

ক) নির্দেশনা প্রদান সত্বেও ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব হস্তান্তর না করলে;

খ) অতিরিক্ত অর্থ হস্তমজুত না রাখার নির্দেশনা প্রদান সত্বেও ব্যবস্থাপনা কমিটি তা পালন না করলে;

গ) সমবায় আইন-বিধির পরিপন্থীভাবে এবং অডিট অফিসারের পরামর্শ উপেক্ষা করে অসদস্যদের সাথে লেনদেন করলে;

ঘ) সদস্য পদ প্রত্যাহার সত্বেও তার দেনা পরিশোধে ব্যবস্থাপনা কমিটির অনীহা প্রকাশ।

  • উৎপাদনমুখী সমবায় সমিতি গঠন করলেও তাদের এ পর্যন্ত আমরা তাদের ফ্যাসিলিলেট করার সক্ষমতা অর্জন করতে  
  •  
  • সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির পর্যাপ্ত আধুনিক প্রযুক্তিগত জ্ঞানের অভাবে কার্যকর সমিতিগুলিকে অনলাইনভিত্তিক

প্লাটফর্মে সংযুক্ত করা সম্ভব হচ্ছে না।

  • ভ্রাম্যমা প্রশিক্ষণ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকা সত্বেও তাকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়া হয়নি।

০১।  মোট সমিতির সংখ্যা

সমিতির প্রকার

কেন্দ্রীয়

প্রাথমিক

মোট

সাধারণ

8৬

১২৩৪৪

১২৪৩০

পউবো

৯৫

১১৭৫১

১১৮৪৬

মোট

১৮১

২৪০৯৫

২৪২৭৬

 

০২। সমিতির মোট সদস্য সংখ্যা

কেন্দ্রীয়

প্রাথমিক

মোট

১৫৫৬১

১২৭৩৯৫৯

১২৮৯৫২০

০৩। অডিট সম্পাদন

সমিতির প্রকার

অডিটযোগ্য সমিতির সংখ্যা

অডিট সম্পাদন

মোট

কেন্দ্রীয়

প্রাথমিক

কেন্দ্রীয়

প্রাথমিক

 

সাধারণ

৭৩

৭০৩০

৭৩

৭০৩০

৭১০৩

পউবো

৯২

৯৯০১

৯২

৪২৯৬

৪৩৮৮

মোট

১৬৫

১৬৯৩১

১৬৫

১১৩২৬

১১৪৯১

০৪। সমিতির শেয়ার মূলধন (লক্ষ টাকায়)

 

কেন্দ্রীয়

প্রাথমিক

মোট

২৩৬৫.৯৩

১১৩২১.১৭

১৩৬৮৭.১০

০৫। সঞ্চয় আমানত (লক্ষ টাকায়)

 

কেন্দ্রীয়

প্রাথমিক

মোট

৫৮৯৭.০১

৪২১৯৬.৪২

৪৮০৯৩.৪৩

০৬। সমিতির কার্যকরী মূলধন (লক্ষ টাকায়)

 

কেন্দ্রীয়

প্রাথমিক

মোট

২৯১৫৮.৩৩

৮৩৬৮৮.১১

১১২৮৪৬.৪৪

০৭। সমিতির মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থান

 

কেন্দ্রীয়

প্রাথমিক

মোট

২১২২২৯ জন

১১০৮৭৮ জন

১৩২১০৭ জন

০৮। লভ্যাংশ বন্টনের পরিমাণ

 

 

 

সমিতির প্রকার

সমিতির সংখ্যা

বিতরণকৃত লভ্যংশ (লক্ষ টাকায়)

সাধারণ

২৮

২৮.২৮

পউবো

মোট

২৮

২৮.৮৮

 

০৯। ধার্যকৃত সমবায় উন্নয়ন তহবিল (২০১৮-২০১৯)

 

 

সমিতির প্রকার

আদায়যোগ্য সিডিএফ

(লক্ষ টাকায়)

আদায়কৃত সিডিএফ

(লক্ষ টাকায়)

আদায়ের হার

অনাদায়ী সিডিএফ

(লক্ষ টাকায়)

সাধারণ

৫১.২১

৪৯.৭০

৯৭%

৮.৮৮

পউবো

১০.

৯.২১

৮৫%

১.২৮

মোট

৬২.০০

৫৮.৯২

৯৮%

১০.১৬

 

 

 

১০। অডিট ফি ধার্য

(সরকারি রাজস্ব)

(২০১৮-২০১৯)

 

সমিতির প্রকার

ধার্যকৃত অডিট ফি

(লক্ষ টাকায়)

আদায়কৃত অডিট ফি (লক্ষ টাকায়)

আদায়ের হার

সাধারণ

৭৬.০৪

৪৪.০০

৫৮%

পউবো

২৯.১৯

১৬.৭০

৫৭%

মোট

১০৫.২৩

৬০.৮০

৬৮%

 

১১। দুগ্ধ উৎপাদনকারী সমিতির সংখ্যা

 (মিল্কভিটা)

 

বিভাগের নাম

কেন্দ্রীয়

প্রাথমিক

মোট

খুলনা

২০

২১২

২৩২

১২। সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ প্রকল্পঃ

 

ক) দুগ্ধ সমবায় সমিতির কার্যক্রম বিস্তৃতকরণের মাধ্যমে বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও খুলনা

জেলার দারিদ্র হ্রাসকরণ ও আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি।

           

জেলার নাম

উপজেলার নাম

প্রকল্পের আওতায় নিবন্ধিত সমিতির সংখ্যা

প্রকল্পের আওতায় উপকার ভোগীয় সংখ্যা

প্রকল্প দপ্তর হতে বরাদ্দকৃত ঋণের পরিমাণ

(লক্ষ টাকায়)

বিতরণকৃত ঋণের পরিমাণ

(লক্ষ টাকায়)

আদায়কৃত ঋণের পরিমাণ

(লক্ষ টাকায়)

মন্তব্য

 

খুলনা

পাইকগাছা

০১

১২৫

১৩৭.৫০

১৩৭.৫০

১১৭.৩২

ঘূর্ণায়মান তহবিল হিসেবে ব্যবহৃত হচ্ছে

ডুমুরিয়া

০১

৩০০

৩৩০.০০

৩৩০.০০

২৭৫.৮১

সাতক্ষীরা

তালা

০২

২৫৬

২৭৫.০০

৫৪১.০০

৩১০.০০

 

মোট =

04

৬৮১

৭৪২.৫০

১০০৮.৫০

  ৭০৩.১৩

 

 

 

খ) উন্নতজাতের গাভীপালনের  মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প

জেলার নাম

উপজেলার নাম

নিবন্ধিত সমিতির সংখ্যা

সদস্য সংখ্যা

মন্তব্য

খুলনা

ডুমুরিয়া

০২

২০০

 

বটিয়াঘাটা

০২

২০০

বাগেরহাট

মোল্লাহাট

০২

২০০

চিতলমারী

০২

২০০

মাগুরা

মাগুরা সদর

০২

২০০

মহম্মদপুর

০২

২০০

যশোর

কেশবপুর

০২

২০০

অভয়নগর

০২

২০০

ঝিকরগাছা

০২

২০০

সাতক্ষীরা

সাতক্ষীরা সদর

০২

২০০

মোট=

২০

২০০০

১৩। উৎপাদনমুখী সমবায় সমিতি সংখ্যা

 

 

 

 

 

 

 

 

জেলা

সমিতির সংখ্যা

উৎপাদিত পণ্য

খুলনা

৪৯

এ্যালুমিনিয়াম তৈরি তৈজস, কাকড়া,চিংড়ি, মাদুর, মধু, দুধ, নকশি কাঁথা, শাক-সব্জি, শো-পিচ ও ব্লক বুটিক্স

বাগেরহাট

১০

বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য, দুধ,চিংড়ী ও মৎস্য

সাতক্ষীরা

৩০

বিভিন্ন ধরনের টাইল্স, বিভিন্ন ধরনের মৌসুমি ফল ও সবজি,কাকড়া, ডিম, দুগ্ধ, সিরামিকস, টালি, কেঁচো সার, ফুলের টব , মৎস্য ও পোন্ট্রি খামার

নড়াইল

০২

মধু ও কম্পোস্ট সার

যশোর

০৪

লুঙ্গি, গামছা, শাড়ী, বেড সীট, গোলাপ, গ্লডিউলাস, লিলিয়াম, জারবেরা ও রডস্টিক

মাগুরা

০৫

হস্ত ও কুটির শিল্প, পুঁতির কাজ, মধু, মোম, গামছা, লুঙ্গি

কুষ্টিয়া

১১

মাটির সেনিটেশন, সিরামিক,কোলা, পানির ট্যাংকি, টালী,  ফুলের টব, নার্সারি ও মৎস্য চাষ

মেহেরপুর

০৭

মৎস্য চাষ

ঝিনাইদহ

০৬

মৎস্য চাষ ও বিভিন্ন ধরনের সব্জি

চুয়াডাঙ্গা

০১

হেয়ার প্রসেসিং

মোট =

১২৫

 

 

১৪। সমবায়ীদের প্রমিক্ষণ সংক্রান্ত

 

 

 

 

 

 

 

 

প্রশিক্ষণ

কোর্সের সংখ্যা

প্রশিক্ষণ গ্রহণকারীর সংখ্যা

প্রশিক্ষণের বিষয়

ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

৫৭

১৪২৫

আইজিএ ও সমবায় সম্পর্কিত

খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট

১০০

সমিতি ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, আইজিএ (মৌমাছি, ব্লক বাটিক, কম্পিউটার)

কুষ্টিয়া আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট

১১

২৭৫

সমিতি ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, আইজিএ (মৌমাছি, ব্লক বাটিক, ক্রিস্টাল)

বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ি, কুমিল্লা

১০

৩০

সমবায় অডিটিং, বেসিক কম্পিউটার

TOT ও Office Management

মোট=

৭২

১৮০০

 

১৫। আশ্রয়ণ প্রকল্পের তথ্য

বিবরণ

আশ্রয়ণ

আশ্রয়ণ (ফেইজ-২)

আশ্রয়ণ-২

ব্যারাকের সংখ্যা

২৩০

89২

৬৮৪

আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা

২৯

103

4৫

পুনর্বাসিত পরিবারের  সংখ্যা

২১৬৩

85০6

৩৩৫৬

আবাস হতে ছাড়কৃত অর্থ

১৮৫৩২৫০০

৫৯৫০০০০০

৬৫৫৫০০০০

আবাস এ ঋণ ফেরত

২০৪৪০০০

৪৫০১৫০০

৭৯২৫০০০

বিতরণযোগ্য নীট ঋণ

১৬৪৮৮৫০০

৫৪৯৯৮৫০০

5৭৬২৫০০০

ঋণ বিতরণ ক্রমপুঞ্জীভূত

৭৭৯৩৬০০০

১২৮৪৪১৫০০

২৭৮৫৫০০০

ঋণ আদায় (আসল) ক্রমপুঞ্জীভূত

6৫৯৪৫৯৪৮

৯৭৫২০৯৯০

১৩৮৮৫৫১৯

সার্ভিস চার্জ আদায় ক্রমপুঞ্জীভূত

5৩৯৩৭০৪

৭৮৯৩৬১২

১১২০১১৩

আদায়ের হার

8৫%

৭৬%

৫0%

১৬। মৎস্যজীবী পুনর্বাসন প্রকল্প

জেলার নাম

প্রকল্পের সংখ্যা

বরাদ্দকৃত ঋণ

আদায়কৃত ঋণ

মন্তব্য

খুলনা

০৮

১৪০.৩৪

৮.৭৩

 

বাগেরহাট

২৪

৪২১.০১

১৩.১১

 

মোট

৩২

৫৬১.৩৫

২১.৮৪

 

১৭। সমবায় সমিতির স্থায়ী সম্পদের পরিমাণ

(একর)

সমিতির প্রকার

সমিতির সংখ্যা

জমির পরিমাণ

বর্তমান বাজার মূল্

বিনিয়োগকৃত আর্থিক সম্পদ

মজুদ তহবিল/

ব্যাংক গচ্ছিত

মোট সম্পদ

কেন্দ্রীয়

৬৭

৪৪.৬৪

৫৫৬৬.৮৪

১১৭৬৯.৮৫

৪০৩০.৩১

২১১১৯.৬৩

প্রাথমিক

৫৪০

১৭

৮০২৮.১৬

১৩২২৬.০৯

5245.44

২৬৫৬৩.৩৫

মোট

৬০৭

২২৩.৫৪

১৩৫৯৫.০০

২৪৯৯৫.৯৪

৯২৭৫.৭৫

৪৭৬৮২.৯৮

১৮।  নাগরিক সেবা প্রক্রিয়া সহজিকরণ   (উদ্ভাবনী উদ্যোগ)

 

গৃহীত উদ্ভাবনী উদ্যোগ

সমাপ্ত উদ্ভাবনী উদ্যোগ

চলমান উদ্ভাবনী উদ্যোগ

পাইলটিং

রেপ্লিকেটিং

পাইলটিং

রেপ্লিকেটিং

পাইলটিং

রেপ্লিকেটিং

১৮

০৭

০৬

০৪

১২

০৩

১৯। অনলাইন রিটার্ন ম্যানেজমেন্ট : বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা কর্তৃক বিগত ২০১৯ সনে উদ্ভাবনী উদ্যোগের আওতায় সিঙ্গেল এন্ট্রি ‘অনলাইন রিটার্ন ম্যানেজমেন্ট’ এর পাইলটিং কার্যক্রম গৃহীত হয়। যা সফলভাবে ২০২০ সনে সমাপ্ত হয়েছে।  ইতোমধ্যে মোট রিটার্নের  ৫০% (২৫টি) রিটার্ন সিঙ্গেল এন্ট্রির মাধ্যমে অনলাইনে দাখিল করা হয়ে থাকে। উদ্ভাবনী পাইলটিং উদ্যোগের রেপ্লিকেটিং কার্যক্রম ইতোমধ্যে ময়মনসিংহ, বরিশাল এবং রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ে শুরু করা হয়েছে।

২০। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ : বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিভাগীয় সমবায় দপ্তর, খুলনা বিগত নভেম্বর, ২০১৮ সাল থেকে ই-নথির মাধ্যমে কার্যক্রম চালু করেছে। তারই ধারাবাহিকতায় বিভাগাধীন সকল জেলা সমবায় দপ্তরসমূহ মার্চ, ২০১৯ এবং সকল উপজেলা সমবায় দপ্তরসমূহ ফেব্রুয়ারি, ২০২০ থেকে ই-নথির সাথে যুক্ত হয়েছে। যার ফলশ্রুতিতে করোনকালীন সময়ে দাপ্তরিক সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে।

 

বিভাগীয় যুগ্ম-নিবন্ধক

খুলনা।

ফোন: ০২-৪৭৭৭০১৯৮১

jr.khulna@coop.gov.bd